কাব্যগল্প: ভাষা নামের মেয়েটির আজ জন্মদিন

বাংলা ভাষা (ফেব্রুয়ারী ২০১৩)

এস.কে.দোয়েল
  • ১৩
  • 0
  • ৩৪
স্যার স্যার পিছন থেকে ডেকে উঠে এক কিশোরী মেয়ে,
ফুল নিবেন ফুল,আজ না একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস,
নিন একগুচ্ছ হলুদ রাঙা গাঁদা ফুল,ওই শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে আসুন,
টাকা লাগবো না; আজ ফুল বিক্রি করতে এই শহীদ মিনারে আসিনি,
এসেছি ঝাকরা চুলের শব্দ সৃষ্টির কবিদের হাতে একগুচ্ছ করে ফুল তুলে দিতে,
নিন,আপনি তো কবি;২১ শতাব্দির অহংকার,সাহিত্যের রুপকার;
তোমার নাম কি বলো তো?
ভাষা,
ভাষা?
হ্যাঁ ভাষা আমার নাম। আমার আব্বু-আম্মু নামটি রেখেছিল এই দিনটির জন্য,
তার মানে একুশ ফেব্রুয়ারিতে তোমার জন্ম?
তাহলে তো আজ তোমার জন্মদিন,
জ্বি স্যার,
শুভ জন্মদিন ভাষা;
ধন্যবাদ স্যার,আপনার আর্শীবাদ আমার কাছে পৃথিবীর শ্রেষ্ট উপহার।
সময়ে পেরিয়ে যাচ্ছে স্যার, নিন তো ফুলগুলো,
ওই শহীদ মিনারে আগে তা অর্পনে শ্রদ্ধাবিনয় করে আসুন,
তারপর আপনার সাথে কিছুক্ষন মন খুলে কথা বলি-
তুমি আমাকে চিনো?
জ্বি স্যার,আপনি হলেন কাব্যগল্পকার ও প্রবন্ধকার সালেহ আহমেদ,
থাকেন প্রান্তিক সীমায়,পাশেই আপনার জেমকনের কমলা বাগান,
তারপাশেই সবুজ প্রান্তর বিস্তৃত চা-বাগান,
বাসার উঠোনে একটা বকুল ফুলের গাছ আছে,
কোন কোন চাঁদনী রাতে উঠোনে বসে মুগ্ধ হয়ে হিমু হয়ে জোস্না দেখেন,
কখনো হিমালিয়া আপার সাথে মুঠোফোনে গল্পে মেতে উঠেন,
উঠোনে দাঁড়ানো বকুল গাছটি থেকে ঝরঝর করে পরে ফুলগুলো,
আপনি সে ফুলগুলোর সাথে কিছু জোনাকি ধরার চেষ্টা করেন,ঠিক না?
এতো কিছু তুমি জানো কি করে?
আপনার কাব্যগল্প পড়ে,রিভার-চন্দ্রমল্লিকা-হিমালিয়া সিরিজ পড়ে,
যান তো স্যার, ফুলগুলো দিয়ে শ্রদ্ধা জানিয়ে আসুন,
আমি এগিয়ে চলি শহীদ মিনারের দিকে,
ওই উড়ন্ত পতাকার মাঝে পটপট করে গেয়ে চলেছে শব্দের ঢেউ তুলে,
অমৃত শহীদদের কন্ঠস্বর,
পতাকার মাঝে নিভৃতে শুনতে চেষ্টা করি ভাষা শহীদদের অমৃত গান।

আমি নগ্ন পায়ে হেটে এসেছি এতটা দূর,
সামনেই শহীদ মিনার,ফুলে ফুলে সেজেছে অপরুপতায়,
বুকে শোক দিবসের কালো ব্যাজ,মনে বড় ব্যথা,হারানো কষ্ট,
চোখ ভিঁজে আসে বুক নড়ে চড়ে জেগে উঠে অকৃত্রিম এক ভালবাসায়,
কন্ঠস্বরে জেগে উঠে ‘আ-মরি বাংলা ভাষা,তুমি আমার প্রাণের ভাষা’—
তোমার ভাষায় লিখতে পারি,গাইতে পারি,আমার মায়ের গর্ব তুমি,
জীবন হারিয়েছি,রক্ত দিয়েছি,ভিজিয়েছি সবুজ বাংলার রাজপথ খানি,
তোমার জন্য লড়েছি রাজপথে,স্লোগানে স্লোগানে কন্ঠ ফাটিয়ে জানিয়েছি,
বাংলা আমার প্রাণের ভাষা,তুমি ছাড়া আর কিছু চাই না;
তোমার ভাষায় বলবো কথা;জানিয়ে দিব বাংলাই আমার শ্রেষ্ঠ ভাষা’
শহীদ মিনারে দু’হাত দিয়ে রাখি ভাষার দেওয়া একগুচ্ছ হলুদ গাঁদা ফূল,
কিসের এক অদৃশ্য আওয়াজে ভেসে উঠে ‘জেগে আছি আমরা শহীদের আত্না,
এই বাংলায়,তোমাদের ভাষায়,এই প্রিয় ভাষা বাংলায়,
লিখে রাখ এই অদৃশ্য শহীদ বাংলার অদৃশ্যের আত্নার আওয়াজ’
আমিও গেয়ে উঠি-‘সালাম সালাম হাজার সালাম, সকল শহীদের স্মরনে..
আমার এ হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে....।

স্যার কাঁদছেন পিছন থেকে গায়ের কোটটা হালকা টেনে বলে ভাষা মেয়েটি
হ্যাঁ মা,এই স্মৃতি স্তম্ভ দেখে আবেগ-অনুভুতির জোয়ারে চোখের জল চলে এলো,
আসুন স্যার,এখানে থাকলে আপনার চোখে আষাঢ়ের বন্যার স্রোতে প্লাবিত হবে,
ওই যে দেখা যায় মাঠের শেষ প্রান্তে শিশু গাছ,চলুন ওখানে গিয়ে বসি,
বসে কি হবে?
আপনার সাথে মন খুলে কিছুক্ষণ কথা বলবো একান্ত আপনজনের মতো।
চলো—
আমরা হাটতে থাকি শিশু গাছটির দিকে লক্ষ্য করে,
জানিনা এই কিশোরী ৮ বছরের মেয়েটি আমাকে কি গল্প শুনাতে চাচ্ছে?
স্যার আমাকে দুটো বেলুন কিনে দিবেন? এই নিন বিশ টাকা,
আমি নিজেও কিনতে পারতাম,কিন্তু কিনবো না;
কেন?
আপনার হাত থেকে আমি তা গ্রহণ করবো,কিনে দিবেন না স্যার?
আমি বেলুন কিনে দেই,ভাষা আপ্লুত হয়ে বাবার কোলে মিশতে চায়,
বুকের কাছে টেনে নিয়ে আদর করি,অস্পষ্টভাবে শুনতে পাই আব্বু আব্বু—
আমি পুলকিত হই,হৃদয় আবার বাঁধ ভাঙার জোয়ারে প্লাবিত হয়,
ডান হস্ত দিয়ে মাথা বুলিয়ে ছড়িয়ে দেই পিতৃত্বের স্নেহের আদর,
মেয়েটি অবুঝ প্রাণীর মতো আদরের পরশে মিশে যেতে চায় প্রেমাত্নায়।

নি:সঙ্গ শিশু গাছ,আশপাশে হালকা সবুজ-হলুদ রঙে মাঠের ঘাস
মুখোমুখি বসি আমি আর কিশোরী ভাষা নামে মেয়েটি,
জিজ্ঞেস করি-আচ্ছা ভাষা তোমার বাসায় কে কে আছেন?
কেউ নেই স্যার,বছর পাঁচেক আগে আব্বু-আম্মুকে কে কারা খুন করে,
তখন আমার বয়স সবে মাত্র তিনবছর,
যা এইতো কিছুদিন আগে সাংবাদিক দম্পতি সাগর-রুনির নৃশংস হত্যায়,
তাদের ছেলে মেঘের যা হয়েছে---
তুমি কি খবরের কাগজ পড়ো?
পড়ি,তবে লুকিয়ে লুকিয়ে,আমার দাদীমার কঠোর শাসন,
টিভি দেখা যাবে না;সারাক্ষন পড়া আর পড়া,
আমাকে নাকি সাংবাদিক বানাবেন,দূর্জয় কলম সৈনিক,
একদিন কলমের অপার শক্তিতে ফাসিতে ঝুলাতে চাই ওই সব হত্যাকারীদের,
এক ফেব্রুয়ারি ভোরেই ওরা আব্বু-আম্মুক খুন করে,
পালিয়ে যায় কালো মুখোস পরে নোংড়া জানোয়ার হয়ে,
আমি দূর্জয় কলম সৈনিক হতে চাই স্যার,আমি কি পারবো না?
পারবে ভাষা,তোমাকে পারতেই হবে,
কিন্তু কিভাবে?
আমি তোমাকে বানাবো সেই দূর্জয় কলম সৈনিক?
আব্বু! স্যরি স্যার,
স্যরি কেন? আরেকবার বলো ভাষা,কি যেন বললে---
আব্বু!
চলতো মা ওই যে পতাকার আওয়াজে কি শুনা যাচ্ছে শুনে আসি,
আব্বু আমিও শুনতে পাচ্ছি---
কি?
‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি,
চিরদিন তোমার আকাশ,তোমার বাতাস,
আমার প্রাণে বাজায় বাঁশি’।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
তাপসকিরণ রায় আপনি ভাই,জাত কবি,খুব,খুব,ভাল লেখেন।আপনার লেখায় আমি মুগ্ধ হয়েছি।এক টানে এই দীর্ঘ লেখাটি লিখে গেছেন মনে হল--লেখার আলাদা একটা মাত্রা দিয়েছেন।আন্তরিক ধন্যবাদ জানাই আপনাকে।
ভালো লাগেনি ১৪ ফেব্রুয়ারী, ২০১৩
মিলন বনিক সুন্দর আর আবেগে ভরপুর কাব্য গল্পের কথোপকথন...অসীম ভালো লাগা.....অনেক শুভ কামনা...
ভালো লাগেনি ১২ ফেব্রুয়ারী, ২০১৩
প্রিয়ম অনেক অনেক সুন্দর একটি লেখা ,ভালোলাগলো |
ভালো লাগেনি ১১ ফেব্রুয়ারী, ২০১৩
জসীম উদ্দীন মুহম্মদ দোয়েল ভাই, কেমন আছেন ? আপনার কবিতার আঙ্গিকের গল্প খুব ভাল হয়েছে । দেশ ও ভাষার প্রতি গভীর মমত্ব বোধ মুগ্ধ করল । শুভ কামনা ।
ভালো লাগেনি ১০ ফেব্রুয়ারী, ২০১৩
আহমেদ সাবের "ভাষা" আমাদের প্রতিবাদের প্রতীক - "একদিন কলমের অপার শক্তিতে ফাসিতে (ফাঁসীতে) ঝুলাতে চাই ওই সব হত্যাকারীদের"। "আমি নগ্ন পায়ে হেটে এসেছি এতটা দূর," - প্যারাটা একক কবিতা হিসাবে অসাধারণ। বেশ ভালো লাগলো কাব্যগল্প।
ভালো লাগেনি ৯ ফেব্রুয়ারী, ২০১৩
বিদিতা রানি ভিন্নরকম কথোপকথনে সুন্দর কবিতা। ভালো ।
ভালো লাগেনি ৬ ফেব্রুয়ারী, ২০১৩
এশরার লতিফ ভিন্ন রকম কাহিনী কাব্য... মনে হলো 'ভাষা' নামের মেয়েটিকে একটা রূপক হিসেবে ব্যবহার করা হয়েছে..সাহিত্যিকরাই পারে চর্চার মাধ্যমে বাংলা ভাষার যত্ন নিতে...ভালো লাগলো
ভালো লাগেনি ৫ ফেব্রুয়ারী, ২০১৩
ঠিক বলেছেন। শুভেচ্ছা জানবেন।
ভালো লাগেনি ৬ ফেব্রুয়ারী, ২০১৩
হাবিব রহমান অন্যরকম একটা লেখা, ভাষাকে নিয়ে ভাষার গল্প। ভাল লাগল........
ভালো লাগেনি ৫ ফেব্রুয়ারী, ২০১৩
ভালবাসার শুভেচ্ছা জানবেন। অভিনন্দন।
ভালো লাগেনি ৬ ফেব্রুয়ারী, ২০১৩
মোঃ সাইফুল্লাহ সুন্দর একটি কাব্যগল্প, বেশ ভালো লাগলো।
ভালো লাগেনি ৩ ফেব্রুয়ারী, ২০১৩
ধন্যবাদ সাইফুল্লাহ ভাই।
ভালো লাগেনি ৬ ফেব্রুয়ারী, ২০১৩
মিনহাজুর রহমান জয় সুন্দর। আমার গল্পটি পড়ার অনুরোধ রইল।
ভালো লাগেনি ৩ ফেব্রুয়ারী, ২০১৩
অবশ্যই পড়বো আপনার গল্প। শুভেচ্ছা জানবেন।
ভালো লাগেনি ৬ ফেব্রুয়ারী, ২০১৩

১০ মে - ২০১২ গল্প/কবিতা: ৬ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪